বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন

কলকাতায় বাংলাদেশের প্রথম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (ভিসা আবেদন কেন্দ্র) উদ্বোধন করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় কলকাতায় ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত ছিলেন কলকাতার উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ মিশনের অন্য কর্মকর্তারা।

কলকাতার সল্ট লেকের সেক্টর ফাইভের এই আবেদন কেন্দ্র থেকে প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার আবেদনকারীরা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিজেদের আবেদন জমা দিতে পারবেন এবং দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। সব রকমের ভিসা প্রসেসিংয়ের জন্য মূল্য ধার্য করা হয়েছে। জিএসটিসহ ৮২৬ রুপি। বর্তমানে বাংলাদেশের ভ্রমণার্থীদের ভারতীয় ভিসার জন্য আবেদনের খরচের সঙ্গে সংগতি রেখেই এই ফি ধার্য করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০ ডিসেম্বর থেকে এই ভিসা সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বর্তমানে ট্যুরিস্ট ভিসা ব্যতীত অন্যান্য ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশ সরকারের পরবর্তী ঘোষণা সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা প্রদানের উদ্যোগ গৃহীত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img