শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

পাকিস্তানে কমলো জ্বালানি তেল ও পেট্রোলের দাম

পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) লিটারে ৫ রুপি করে কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির ক্ষমতাসীন ইমরান খানের সরকার। জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য থেকে মানুষকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন সূত্রে এই তথ্য পাওয়া যায়।

বুধবার পাকিস্তানের অর্থ বিভাগ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব বাজারে তেলের দাম কমায় পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দেশের মানুষ উপকৃত হবে।

বৃহস্পতিবার থেকেই পেট্রোল ও ডিজেলের সংশোধনকৃত মূল্য কার্যকর হবে বলেও এতে জানানো হয়।

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১৪৫ দশমিক ৮২ রুপি এবং প্রতি লিটার উচ্চ গতির ডিজেলের মূল্য ছিল ১৪২ দশমিক ৬২ রুপি। ইমরান খান সরকারের নতুন সিদ্ধান্তের পর দেশটিতে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ১৪০ দশমিক ৮২ রুপি ও ১৩৭ দশমিক ৬২ রুপিতে নেমে এসেছে।

এছাড়া কেরোসিন এবং লাইট ডিজেল অয়েল (এলডিও)-এর দামও লিটারে যথাক্রমে ৭ রুপি ও ৭ দশমিক ০১ রুপি কমিয়েছে দেশটি। এতে করে প্রতি লিটার কেরোসিনের দাম কমে ১০৯ দশমিক ৫৩ রুপি এবং লাইট ডিজেল অয়েল (এলডিও) ১০৭ দশমিক ০৬ রুপিতে দাঁড়িয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img