বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় “রাই”

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন (ঘূর্ণিঝড়) ‘রাই’। ইতোমধ্যে পূর্ব সতর্কতা হিসেবে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, সামুদ্রিক ঝড়টি এরই মধ্যে ক্যাটাগরি ৪ বাতাসের গতিবেগের শক্তি সঞ্চয় করেছে। ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে রূপ নিতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে ‘রাই’।

ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও তীব্র বাতাস শুরু হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন ফ্লাইট। লোকজনকে সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে দেশের বেশিরভাগ অংশে গণ টিকাদান অভিযান শুরু স্থগিত করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img