জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পেতে দেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে জিএম কাদের বলেন, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে করোনার ভেজাল টিকা দেশে আসতে পারে। এ সময় তিনি বিনামূল্যে ভ্যাকসিন সরবারাহ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা স্বাধীন হলাম কিন্তু মুক্তি লাভ করলাম না। বৈষম্য থেকেও মুক্তি লাভ করলাম না। দেশের শতকরা ৯০ ভাগ লোক টাকা দিয়ে টিকা কিনতে পারবে না। মানুষের কাছে যেন টিকা বিনা পয়সায় পৌঁছায়, সরকারের কাছে আমি সেই দাবি জানাচ্ছি।