শনিবার, জুলাই ২৭, ২০২৪

৬১০ মাদরাসা বন্ধ করে দিচ্ছে ভারত

সরকার পরিচালিত সব মাদরাসা  বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে ভারতের আসাম রাজ্যের সরকার। বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদরাসা বোর্ড।

বিষয়টি এরইমধ্যে রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে বলে জানিয়েছেন আসামের বিজেপি সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি।

আসামের বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে ২৮ ডিসেম্বর থেকে। এই অধিবেশনে এ বিষয়ে একটি বিল পেশ করা হবে।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারি বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদরাসা ও সংস্কৃত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আসামের বর্তমান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত অক্টোবরে জানিয়েছিলেন, রাজ্যে মোট ৬১০টি সরকার পরিচালিত মাদরাসা রয়েছে। এছাড়া ১০০টি সংস্কৃত টোল রয়েছে। সরকার এসব প্রতিষ্ঠানের জন্য বছরে ২৬০ কোটি রুপি ব্যয় করে। এসব মাদরাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নতুন করে ভর্তি করানো হবে।

এছাড়া সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ শিক্ষা ও গবেষণার কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

সূত্র: ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img