বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

ওআইসির বিশেষ দূতের সাথে আফগান উপ-প্রধানমন্ত্রী মাওলানা হানাফীর বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফীর সাথে বৈঠক করেছেন বিশ্বের মুসলিম দেশ সমূহের সংগঠন ”ইসলামি সহযোগিতা সংস্থা” বা ওআইসির মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ দূত তারিক আলী বাখিত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসি মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ দূত তারিক আলী বাখিত বলেন, কাবুলে ওআইসির দফতর আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও তিনি আফগানিস্তান সম্পর্কে কয়েকটি দেশের উদ্বেগের কথা উপ-প্রধানমন্ত্রীকে জানান।

বৈঠকে মাওলানা আব্দুস সালাম হানাফী আফগানিস্তানে ওআইসি দফতর চালু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। একই সাথে ওআইসির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করে। তিনি কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানকে সহায়তার করার জন্য ওআইসির সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

মাওলানা হানাফী বলেন, ৪০ বছরের যুদ্ধ আফগান জনগণ ও দেশের বিভিন্ন অবকাঠামোর অনেক ক্ষতি করেছে। ওআইসির উচিৎ আফগানিস্তানের অন্যান্য খাতে; বিশেষ করে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সক্ষমতা বৃদ্ধিতে আরও সহযোগিতা প্রদান করা।

মাওলানা হানাফী আরো বলেন, “গত অর্ধ শতাব্দীতে প্রথমবারের মতো আফগানিস্তান জুড়ে নিরাপত্তা বজায় রাখা হয়েছে, প্রশাসনিক দুর্নীতি শূন্যে পৌঁছেছে।।”

আফগান উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, প্রতিবেশী দেশ বা বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র : টোলো নিউজ ও বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img