বান্দরবানে ইয়াবাসহ মুহাম্মাদ কামাল (৩২) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে রয়েছেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বান্দরবান সদর ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বান্দরবান টিম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা।