শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

‘আরও সহজ পদ্ধতিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে পারলে ভারত খুশি হবে’

আরও সহজ পদ্ধতিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে পারলে ভারত খুশি হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত সহজ এবং আরও সরলীকৃত পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের সাথে আরও বেশি বাণিজ্য করতে পারলে খুব খুশি হবে। অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নের মাধ্যমে স্থলবন্দর, রেলপথ এবং নদীপথ ব্যবহার করে আমরা দুদেশেন মধ্যে বাণিজ্য আরো অনেক সম্প্রসারণ করতে পারি।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্য নিয়ন্ত্রণকারী দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সামগ্রিকতার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। স্থল বন্দরগুলোতে অপর্যাপ্ত অবকাঠামো এবং সুবিধার কারণে এবং বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক বিধানের কারণে, আমাদের দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখনও খুব সীমাবদ্ধ।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের পোশাককে স্বাগত জানাতে ভারত খুবই আগ্রহী। এটি ভারতের বাজারে বাংলাদেশের বৃহত্তর প্রবেশাধিকার নিশ্চিত করবে। বাংলাদেশ থেকে বিশেষ করে গার্মেন্টস এবং খাদ্যপণ্য আমদানি করতে আমরা খুবই আগ্রহী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img