বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

লিবিয়ার তারহুনায় আবারে মিললো নতুন গণকবরের সন্ধান

ইনসাফ | সোহেল আহম্মেদ


লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তারহুনা শহরে আবারে একটি নতুন গণকবর পাওয়া গেছে। এ এলাকাটি সম্প্রতি যুদ্ধবাজ খলিফা হাফতারের মিলিশিয়া থেকে মুক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার এ তথ্য জানিয়েছে।

গণকবরটি শহরের হাফতারের মিলিশিয়াদের প্রাক্তন দুর্গ অ্যালরাবেট অঞ্চলে আবিষ্কার করা হয়েছে। কবরের অভ্যন্তরের মরদেহ উদ্ধার অব্যাহতরয়েছে।

গত সপ্তাহে লিবিয়া কর্তৃপক্ষ তারহুনার একই এলাকায় পাঁচটি গণকবর সনাক্ত করেছিল যেখান থেকে ১২ টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

উল্লেখ্য, লিবিয়ার সরকার ত্রিপোলিতে সাম্প্রতিক আক্রমণে হাফতারের পরাজয়ের পরিপ্রেক্ষিতে ত্রিপলি এবং তারহুনায় বেশ কয়েকটি গণকবর সনাক্ত করেছে। লিবিয়ার কর্তৃপক্ষ বলছে যে, হাফতারের মিলিশিয়া ও মিত্র ভাড়াটে সন্ত্রাসীরা এপ্রিল, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে মানবতাবিরোধী বেশ কয়েকটি যুদ্ধাপরাধ এবং অপরাধ করেছে।

গত ১ জুন লিবিয়া সরকার তারহুনা এবং ত্রিপোলির দক্ষিণে ২২৬ টি মৃতদেহ পেয়েছিল।

সূত্র: ইয়েনি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img