বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
সোমবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠাসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়াও বাহরাইন প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমানের মাগফেরাত কামনায় দেশের মসজিদের বিশেষ দুআ অনুষ্ঠিত হবে। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।