ইনসাফ | নাহিয়ান হাসান
কাঠ দ্বারা নির্মিত তুরস্কের ঐতিহাসিক ভ্যানিকোই মসজিদে আগুন লেগে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ইস্তাম্বুলের উস্কুদার জেলায় অবস্থিত ঐতিহাসিক মসজিদটিতে আগুন লাগার এই ঘটনা ঘটে।
আগুন লাগার সাথে সাথে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে, তবে কোস্ট গার্ড কমান্ডের অধিভুক্ত এসএইচজিকের সহযোগিতায় পরিশেষে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসএইচজিকের দমকলকর্মীরা সাগর থেকে আগুন নিভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে সফলতা লাভ করে।
ইস্তাম্বুলের গভর্নরের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, উস্কুদার জেলায় আজ স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে বসফরাস প্রণালির ধারের অন্যতম ঐতিহাসিক মসজিদ ভ্যানিকোই হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের ৩টি বোট, ফায়ারসার্ভিসের ৫টি ট্রাক ও দমকলকর্মীরা নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে এনে নিভানোর সম্ভবপর হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখতে এখনো তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইস্তাম্বুলের বসফরাসের ধারে অবস্থিত কাঠের এই মসজিদটি ১৬৬৫ সনে তুরস্কের আর্কিটেক্ট ভানী মেহমেত এফেন্দী কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ।
সূত্র: ডেইলি সাবাহ।