পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাজ্জায় আগাসন একটা ট্রাডেজি। মধ্যপ্রাচ্যে পূর্ণ শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আবশ্যক।
শাহবাজ শরীফ আরও বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একসাথে কাজ করতে হবে।
তিনি গাজ্জায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সূত্র: ডন নিউজ উর্দু