বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩ তম সম্মেলনে যোগ দিতে গতকাল পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে সাক্ষাৎ ও নৈশভোজে অংশগ্রহণ করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পাকিস্তানের গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের মাটিতে পা রেখেছিলেন ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে গেলেন কোন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় রাওয়ালপিন্ডির একটি বিমানবন্দরে পৌঁছান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামি ও অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ইসলামাবাদ যাওয়ার আগেই এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি পাকিস্তানে যাচ্ছেন শুধুমাত্র এসসিও সম্মেলনে যোগ দিতে। সেখানে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img