রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ইসরাইলী হামলায় গাজ্জায় শহীদ ২৮০৮; আহত ১০৮৫৯

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় গাজ্জায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার ৮০৮ জন শহীদ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৬ অক্টোবর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল- জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ২৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৬৪ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ৩৭ চিকিৎসা কর্মী, চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস রয়েছেন।

প্রসঙ্গত; গত ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামলা চালায় প্রতিরোধ আন্দোলন হামাস। জবাবে গাজ্জায় হামলা শুরু করে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন।

ইসরাইল-হামাস সংঘাতে পশ্চিমতীরেও ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনা ঘটেছে। অধিকৃত পশ্চিমতীরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হয়েছেন এক হাজার দুইশরও বেশি।

সূত্র : আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img