ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় গাজ্জায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার ৮০৮ জন শহীদ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (১৬ অক্টোবর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল- জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ২৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৬৪ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ৩৭ চিকিৎসা কর্মী, চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস রয়েছেন।
প্রসঙ্গত; গত ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামলা চালায় প্রতিরোধ আন্দোলন হামাস। জবাবে গাজ্জায় হামলা শুরু করে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন।
ইসরাইল-হামাস সংঘাতে পশ্চিমতীরেও ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনা ঘটেছে। অধিকৃত পশ্চিমতীরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হয়েছেন এক হাজার দুইশরও বেশি।
সূত্র : আল-জাজিরা