বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হামাসের রকেট হামলার ভয়ে ইসরায়েলের পার্লামেন্ট বন্ধ

বেশ কয়েকদিন ধরেই ইহুদবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের তেল আবিবে সাইরেন বাজানোর ঘটনা ঘটছে। তবে হামাসের রকেট হামলার তথ্য পাওয়া যাচ্ছে না। এবার সেই হামলা হলো। শুধু তেল আবিব নয়, সোমবার জেরুজালেমেও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।

আল জাজিরা বলছে, হামাসের সামরিক শাখা আল কাসসাম বিগ্রেড এক বিবৃতিতে হামলার বিষয়টি জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

আল কাসসাম বিগ্রেড জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। এ হামলার জবাবেই এসব রকেট হামলা।

মিডলইস্ট আই বলছে, জেরুজালেমে রকেট হামলার সাইরেন বাজানোর পর ইসরায়েলের পার্লামেন্টের কার্যক্রম সাময়িকের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুরও পার্লামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। পরে তাঁকে নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয়।

এরই মধ্যে গাজা থেকে আসা রকেটের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় গাজা থেকে আসছে হামাসের রকেট। রকেটের ধোয়া দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট বন্ধের পর সবাই বেরিয়ে যাচ্ছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img