বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বিএনপিকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ডিসেম্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।

আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেল বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে। ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো নেতাকর্মীদের ঢাকা আনতে শুরু করেছে।

ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছেন। বিএনপির সাহস-সঞ্চার করে বিদেশিদের ওপর নির্ভর করে আর আওয়ামী লীগের সাহস জনগণ।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির অর্থ সহায়তা বেড়েছে, আগের চেয়ে বেড়েছে। তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ষড়যন্ত্র করছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img