বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বাংলাদেশ অচিরেই সিঙ্গাপুর-হংকংয়ের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মাদ তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ২০২০ সালে বাংলাদেশ হতো এশিয়ার সুইজারল্যান্ড। কিন্তু ১৯৭৫’র ১৫ আগষ্ট ক্ষমতালোভী ঘাতকদল বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ভেঙ্গে দিয়েছে। তবে তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। অচিরেই বাংলাদেশ সিঙ্গাপুর-হংকং এর মত উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তিসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্য ঘাটতি নেই। নিজেদের চাহিদা মিটিয়ে আমরা খাদ্যবিদেশে রপ্তানি করতে সক্ষমতা অর্জন করেছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img