বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের শর্তে এরদোগানের সাথে বৈঠকে বসতে রাজি আসাদ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে বৈঠকে বসতে রাজি আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আসাদের মতে, সন্ত্রাসবাদের প্রতি আঙ্কারার যে সমর্থন রয়েছে সেটিই হতে হবে এই বৈঠকের আলোচ্য বিষয়। সেই সঙ্গে সিরিয়া থেকে তুর্কি সৈন্য প্রত্যাহার করতে হবে।

সিরিয়ার রাজধানী দামেস্কে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, “বৈঠকে বসাটা কোন সমস্যা নয়, মূল সমস্যা বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে।”

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দেশটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুরস্ক। এই যুদ্ধে আসাদ বিরোধী দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছিল আঙ্কারা। আর এই দলগুলোকেই মূলত ‘সন্ত্রাসী’ চিহ্নিত করেছে আসাদ সরকার।

এদিকে, উত্তর সিরিয়াতে একটি “নিরাপদ এলাকা” প্রতিষ্ঠা করেছে আঙ্কারা। যেখানে তুরস্কের সেনাবাহিনী উপস্থিত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img