ভারত ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছে।
শনিবার (১৫ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবু ধাবি সফরের সময় এ চুক্তি সই হয়।
মোদি ফ্রান্স সফর শেষে নয়াদিল্লিতে ফেরার পথে আবু ধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অব ইউএই’র গর্ভনররা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন করার চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।
এছাড়া, দু’দেশ তাদের নিজস্ব ফাস্ট পেমেন্ট সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে আরেকটি চুক্তি সই করে। এ চুক্তির ফলে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এবং সংযুক্ত আরব আমিরাতের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম বা আইপিপি পরস্পরের সঙ্গে যুক্ত হবে।
ভারত সরকার সাম্প্রতিক সময়ে বৈদেশিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গত সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য রুপিতে করার কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র : পার্সটুডে