মঙ্গলবার, মে ২০, ২০২৫

আল্লামা বাবুনগরীসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার চায় ঘাদানিক

spot_imgspot_img

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির শীর্ষ নেতাদের অবিলম্বে গ্রেফতার দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত ‘জামায়াত-হেফাজত চক্রের বাংলাদেশ বিরোধী তৎপরতা: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এই দাবি জানানো হয়।

হেফাজতের শীর্ষ নেতারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছে ঘাদানিকের শীর্ষ নেতারা। এছাড়াও হেফাজতে ইসলাম ‘রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসী অপরাধের’ শামিল কাজ করেছে বলে দাবি করা হয়।

অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, প্রশাসন মাঠপর্যায়ের হেফাজত কর্মীদের গ্রেপ্তার করলেও ‘গডফাদারদের’ এখন পর্যন্ত কেন গ্রেফতার করছে না এটা আমাদের বোধগম্য নয়। ২০১৩ সাল থেকে আমরা ক্রমাগত বলছি জামায়াত ও হেফাজতকে পৃথক দল কিংবা পরস্পরবিরোধী মনে করার কোনো কারণ নেই। হেফাজতের ১৩ দফা জামায়াতেরই পুরনো দাবি বলেও দাবি করেন ঘাদানিকের এই নেতা।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক দাবি করে বলেন, হেফাজত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হেফাজতের ‘তাণ্ডব’ ও কর্মকাণ্ডে সে বিষয়টি অত্যন্ত পরিস্কার। তারা সুবর্ণজয়ন্তী বানচাল করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাফর ইকবাল, নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img