মঙ্গলবার, মে ৭, ২০২৪

‍গ্রিসের নিষেধাজ্ঞার হুমকির সরাসরি প্রতিবাদ জানাল তুরস্ক

দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বৈঠকে বসেছিলেন তুরস্ক ও গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু সাংবাদিক সম্মেলনে আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেওয়ায় সরাসরি প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভুসুগলো।

জানা যায়, তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বৈঠকে বসেছিলেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক সম্মেলনের শুরুটা ঠিক ছিল। দুই পররাষ্ট্রমন্ত্রীই সৌহার্দ্যের বাতাবরণ বজায় রেখেছিলেন।

গোলমাল শুরু হয় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াসের অভিযোগের পর থেকেই। তার অভিযোগ ছিল, তুরস্কের বিমান অনেকবার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তিনি হুমকি দিয়ে বলেন, গ্রিসের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা হলে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে।

জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, গ্রিসের এই অভিযোগ মানা যায় না। তারা বৈঠকে নিজেদের ঘরোয়া বিষয় তুলছে।

গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা কমানো ও পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই লক্ষ্যপূরণ হল না।

তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। মূলত আন্তর্জাতিক আইন মোতাবেক সমুদ্র থেকে তুরস্কের তেল ও গ্যাস তোলা মেনে নিতে পারছে না গ্রিস। এছাড়াও সাইপ্রাস ইস্যু বিরোধের মূল বিষয়। কিছুদিন আগে গ্রিস তেল ও গ্যাস তোলার চেষ্টা করলে তুরস্কও তাদের গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দেয়। তখন উত্তেজনা বাড়ে।

ইউরোপীয় ইউনিয়ন গ্রিসকেই সমর্থন করেছে। তারা তুরস্ককে গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফিরিয়ে নিতে বলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img