পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, দখলকৃত কাশ্মীর উপত্যকা পরিস্থিতি নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিদেশি কূটনীতিকদের কাশ্মীর উপত্যকায় এক ট্যুরে নিয়ে তাদেরকে সেখানকার পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করছে ভারত। দখলকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে।