ইরাক ও সিরিয়াতে অতিরিক্ত আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিউ জার্সি রাজ্যের গভর্নর ফিল মার্ক।
গভর্নরের মতে, ইরাক ও সিরিয়াতে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ সকল সৈন্যদের সেখানে পাঠানো হচ্ছে।
গভর্নর আরো বলেন, ‘নিউ জার্সি আর্মি ন্যাশনাল গার্ড’ থেকেই এ সকল সৈন্যকে বাছাই করা হয়েছে।
এদিকে, নতুন করে আবারও সেনাবাহিনী পাঠানোর বিরোধিতা করেছে বাগদাদ।
ইরাকের নিরাপত্তা গনমাধ্যম সেলের প্রধান মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এই মুহূর্তে ইরাকে বিদেশি বাহিনীর প্রয়োজন নেই।’
অন্যদিকে, এই ১৫০০ সৈনিকের মধ্যে থাকা লেফটেন্যান্ট কর্নেল ওমর মিনোট এক সাক্ষাৎকারে বলেন, “প্রয়োজন অনুযায়ী আমাদের জনবল ও প্রশিক্ষণ রয়েছে। শুধু তাই নয় যুদ্ধ জয়ের জন্য আমাদের সরঞ্জামও রয়েছে।”
সূত্র: মিডল ইস্ট মনিটর