বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

দীর্ঘ ১২ বছর পর সিরিয়াতে পুনরায় দূতাবাস চালু করলো তুরস্ক

দীর্ঘ ১২ বছর পর, অত্যাচারী শাসক বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়াতে পুনরায় দূতাবাস চালু করেছে তুরস্ক।

শনিবার (১৪ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত তুর্কি দূতাবাসে দেশটির চন্দ্রখচিত রক্তিম পতাকা উড্ডয়নের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। এদিন এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান।

প্রসঙ্গত, ২০১১ সালের শান্তিপূর্ণ বিক্ষোভে সিরিয়ার অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর গুলি চালানোর প্রতিবাদে ২০১২ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে দেশটিতে দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে তুরস্ক। এরপর দ্রুত সেখান থেকে দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনে আঙ্কারা।

১২ বছর পর সিরিয়াতে পুনরায় তুর্কি দূতাবাস চালু হওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ। তিনি আশা করছেন এমন পদক্ষেপ উভয় দেশের উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা পালন করবে। এক্স বার্তায় তিনি বলেন, “দীর্ঘ ১২ বছর পর দামেস্কে আমাদের জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে দূতাবাসের কার্যক্রম শুরু হতে দেখে সত্যিই আমরা আনন্দিত।”

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img