বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বিশ্বে গাজ্জা এখন শিশুদের সবচেয়ে বড় কবরস্থান : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরাইলী হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তার তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন- রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কী ঘটেছে এবং গাজ্জায় যুদ্ধের তৃতীয় মাসের মধ্যে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে। আপনারা সবাই এই দুটি ঘটনার পার্থক্য বুঝতে পারেন। গাজ্জার তুলনায় প্রকৃতপক্ষে ইউক্রেনে কিছুই ঘটেনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুতিন আরও বলেন, বিশ্বে গাজ্জা এখন শিশুদের সবচেয়ে বড় কবরস্থান।

তিনি বলেন, এখানে আমি যা বললাম তা হচ্ছে বস্তুনিষ্ঠ মূল্যায়ন।

তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের কারণেই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। কিয়েভ যদি মস্কোর সাথে ইউক্রেনকে “অসামরিকীকরণ”, “নাৎসিবাদমুক্তকরণ” এবং “জোট নিরপেক্ষতা” নিশ্চিত করতে চুক্তিতে না পৌঁছায় তাহলে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img