গত ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর অভিযান চালানো সঠিক ছিল বলে মত দিয়েছেন ৭২ শতাংশ ফিলিস্তিনি।
এক জরিপে এ তথ্য জানায় ফিলিস্তিনের জরিপ সংস্থা ‘দ্য প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি সার্ভে অ্যান্ড রিসার্চ (পিসিপিএসআর)।
জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশই বলেছে, দক্ষিণ ইসরাইলের অভ্যন্তরে হামাসের অভিযান চালানো সঠিক ছিল, এর পরিণতি এখন পর্যন্ত যা-ই হয়ে থাকুক না কেন।
পিসিপিএসআর-এর জরিপে দেখা গেছে, যুদ্ধের আগের জরিপে হামাসের প্রতি ফিলিস্তিনিদের যে সমর্থন ছিল, তার তুলনায় এখন গাজ্জায় হামাসের প্রতি সমর্থন আরও বেড়েছে এবং পশ্চিম তীরে হামাসের প্রতি সমর্থন তিনগুণেরও বেশি বেড়েছে।
জরিপে দেখা গেছে, যুদ্ধে হামাসের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে গাজ্জার ৫২ শতাংশ ফিলিস্তিনি আর পশ্চিম তীরের ৮৫ শতাংশ ফিলিস্তিনি- অর্থাৎ, সামগ্রিকভাবে ৭২ শতাংশ ফিলিস্তিনি হামাসের পক্ষে মত দিয়েছে।
ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ২০০৭ সাল থেকে গাজ্জায় শাসন পরিচালনা করে আসছে।