শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ইরাক একটি মহান মুসলিম দেশ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইরাক একটি মহান মুসলিম দেশ। ইরাক প্রতিষ্ঠার শতবর্ষের মাহেন্দ্রক্ষণ একটি তাৎপর্যপূর্ণ মাইলস্টোন। বাংলাদেশের স্বাধীনতার পর আরব দেশের মধ্যে ইরাকই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকায় স্থানীয় একটি হোটেলে ইরাক রাষ্ট্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘ইরাক দূতাবাস’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন স্পিকার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ইরাকের সাথে বন্ধুত্বের গুরুত্বের বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ইরাককে পাশে পেয়েছিলেন বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ইরাক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দু’দেশের বন্ধুত্বের ঐতিহাসিক ভিত রচনা করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শতবর্ষে তারা সবদিক থেকে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন।

স্পিকার ইরাকের শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। ইরাক ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img