শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

দিল্লির পক্ষে নয়, গণঅভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতা নিশ্চিত করতে হবে : মাহমুদুর রহমান

দিল্লির পক্ষে নয়, গণঅভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

তিনি বলেন, দিল্লির পক্ষে নয়, ‘বিপ্লবোত্তর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে তথ্য নির্ভর সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। এমন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘১১ বছর আগে শাহবাগের ঘটনা নিয়ে যে ফ্যাসিবাদের পদধ্বনির তথ্য বাংলাদেশকে দিয়েছিল দৈনিক আমার দেশ। এখন সেই ফ্যাসিবাদ শব্দটাই সবার মুখে মুখে।’

তিনি বলেন, ‘শাহবাগে গণজাগরণ মঞ্চের দিন নোট খাতায় পেন্সিল দিয়ে লিখে দিয়েছিলাম শিরোনাম হবে ‘শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’। সম্পাদক হিসেবে আমার কাছে থাকা তথ্য এবং চিন্তা দিয়ে আমি ওই শিরোনাম দিয়েছিলাম। আমার কাছে তথ্য ছিল ভারতীয় দূতাবাস থেকে ওই গণজাগরণের আয়োজন করা হয়েছে। আর সেখানে সায় দিয়েছিল পশ্চিমা দূতাবাসগুলো।’

মাহমুদুর রহমান আরো বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধেই বিপ্লবের মহানায়ক আবু সাঈদ হাসিনার জল্লাদদের সামনে বুক পেতে দিয়ে আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। শুধু এককভাবে শেখ হাসিনাই ফ্যাসিবাদ কায়েম করেনি। এতে আমাদের সকলের অংশগ্রহণ ছিল। সাংবাদিক এবং সংবাদমাধ্যমও এর দায় এড়াতে পারে না।’

এর আগে জুমার নামাজের পর তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলেন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, আমার দেশের বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী, পরিচালক শাকিল ওয়াহেদ, আইইবি সভাপতি রিয়াজুল ইসলাম রিজু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img