বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলার সদর উপজেলার বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সহিদুজ্জামান রাজাকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সহিদুজ্জামান রাজাকে গতকাল রাতে ডিবি পুলিশের সহায়তায় সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার মো. সহিদুজ্জামান সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে এবং বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img