বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

চলমান যুদ্ধে ইসরাইলি হামলায় ৩১৪১ ফিলিস্তিনি শিক্ষার্থী ও ১৩০ জন শিক্ষক শহীদ

ফিলিস্তিনের গাজ্জা ও পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসনে ৩১৪১ জন শিক্ষার্থী এবং ১৩০ জন শিক্ষক শহীদ হয়েছেন।

মঙ্গলবার ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা পিসিবিএস এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বোমাবর্ষণে ৩১১৭ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। এ সময় পশ্চিম তীরে শহীদ হয়েছেন ২৪ জন ছাত্র।

ইসরাইলি আগ্রাসনে ৪৮৩৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন যার মধ্যে গাজ্জা উপত্যকায় আহত হয়েছেন ৪৬১৩ জন এবং পশ্চিম তীরে ২৫০ জন। এছাড়া ৪০৩ জন শিক্ষক এবং শিক্ষা বিষয়ক প্রশাসনিক কর্মকর্তা ইসরাইলের বোমা হামলায় আহত হয়েছেন। এর পাশাপাশি ৪০ জন শিক্ষক এবং কর্মকর্তাকে পশ্চিম থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত পশ্চিম তীর থেকে ৬৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

পিসিবিএস এর রিপোর্ট বলা হয়েছে ইহুদিবাদী ইসরাইল ইচ্ছাকৃতভাবে ২৩৯টি সরকারি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে ৪৫টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি জাতিসংঘ পরিচালিত ৪৫টি স্কুল ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউনিসেফ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত গাজ্জা উপত্যকায় সাত লাখ শিশু উদ্বাস্তু হয়েছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img