অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানের তেল ও গ্যাস নীতিনির্ধারণী কর্তৃপক্ষ (ওজিআরএ) পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়াতে সংশোধিত একটি মূল্যতালিকা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে প্রেরণ করেন। তবে নতুনকরে তেল গ্যাস এর মূল্য বৃদ্ধির ওই প্রস্তান নাকচ করে দিলেন ইমরান খান।
সোমবার (১৫ নভেম্বর) স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক জিও এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ১৪৫ দশমিক ৮২ রুপি এবং ডিজেলের দাম ১৪২ দশমিক ৬২ রুপি। এছাড়া কেরোসিন বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে এবং হালকা ডিজেল ১১৪ দশমিক ০৭ রুপিতে।
এর আগে, গত ৪ নভেম্বর রাত থেকে পাকিস্তানে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় আট রুপি বাড়ায় পাকিস্তান সরকার। এর জেরে ইমরান খানের পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা।