শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সরকার দলীয় দস্যুদের বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা নেই: মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের উপর সরকার দলীয় মাস্তানদের হুমকি, ধমকি ও প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুমিল্লা বরুড়ার ২নং ভবানীপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী মুফতী শরীফুল ইসলাম এবং রায়পুর ৬নং কেরোয়া ইউনিয়নের হাতপাখার প্রধান এজেন্ট ও কর্মীদের উপর সরকার দলীয় দস্যুদের বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা নেই।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ে সংগঠনটির সচিব পর্যায়ের এক সভায় তিনি এসব কথা বলেছেন বলে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গত শনিবার বিকেলে কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার কর্মীরা নির্বাচনী প্রচারনা চালানো অবস্থায় আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে গুরুত্বর আহত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মোঃ আব্দুল আহাদ মামুনসহ কয়েকজন। পরে তাদেরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে বরুরা ভবানীপুর ইউনিয়নে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মুফতী শরীফুল ইসলামকে প্রাণনাশের চেষ্টা করে। এতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

তিনি বলেন, করোনা মহামারির কারণে স্কুল-কলেজে যেভাবে শিক্ষার্থীরা অটোপাস করেছে, আওয়ামী লীগের প্রার্থীরাও অটোপাসের আশায় হাতপাখার প্রার্থীদের চাপ প্রয়োগ করে, মারধর করে, ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে অটোপাস করতে চায়। দেশের জনগণ আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাখান করছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নৌকায় ভোট দেবে না।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img