বুধবার | ৯ জুলাই | ২০২৫

কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা দেবে তুরস্ক: রাষ্ট্রদূত মোস্তফা ওসমান

spot_imgspot_img

কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে তুরস্ক সহায়তা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি বলেন, কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে তুরস্ক সহায়তা দেবে, সাংবাদিকদের মানোন্নয়নে ইন্টারনেট, যাতায়াত সুবিধা সহজতর করতে সহায়তা দেওয়া হবে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারে প্রেসক্লাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তুর্কি রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে টিকা, দিয়ানাত, তুর্কি রেডক্রিসেন্ট, আফাদ এ চারটি তুরস্কের সরকারি সাহায্য সংস্থা কাজ করছে বাংলাদেশে। সেসঙ্গে কক্সবাজারের প্রেসক্লাবের নির্মাণ কাজেও সহায়তা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তুরস্কের রাষ্ট্রদূত দুইদিনের সফরে শনিবার (১৩ নভেম্বর) কক্সবাজার আসেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img