নাগোরনো-কারাবাখে গত ২৪ ঘণ্টায় চক্কর দিয়েছে রাশিয়ার ২০টি বিমান। ওই বিমানগুলোতে মস্কোর ১৭৬ শান্তিরক্ষী ছিল।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আজেরি সংবাদমাধ্যম আজভিশন।
নাগোরনো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের বেশি চলা যুদ্ধ বন্ধে ১০ নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তির অনুযায়ী নাগোরনো-কারাবাখ ও আর্মেনিয়া-আজারবাইজান করিডোরে দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা। মোট ১৯৬০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধীয় অঞ্চলটিতে। পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
আজভিশনের প্রতিবেদন অনুযায়ী, উলিয়ানভস্ক-ভোস্টোশনি বিমানবন্দর থেকে এসব শান্তিরক্ষীরা বিশেষ বিমানে আর্মেনিয়ায় পৌঁছায়। বিমানবন্দরে ট্রেইলারসহ ২০টি ভারী যানবহনও ছিল।
পরে রাশিয়ান এমআই-৮ এবং এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করে শান্তিরক্ষীরা কারাবাখে পৌঁছায়।