বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে মঙ্গলবার দেশটিতে পৌঁছাবেন তিনি। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ডিনারে যোগ দেবেন জয়শঙ্কর। এর মাধ্যমে গত প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, সব ঠিক থাকলে ২০১৫ সালের পর কোনও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পাকিস্তানে যাবেন। এসসিও সম্মেলনে যোগ দিতে জয়শঙ্কর আজই ইসলামাবাদে পৌঁছাবেন।

গত রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানানো হবে।

এদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তানের সরকার। সেই সঙ্গে ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে তিনদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। পাঁচটি জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img