বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। প্রেত্মারা পাহাড়কে অশান্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।

তিনি এ বিষয়ে পাহাড়ি-বাঙালি সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিএনপির সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো যেন দ্রুত নির্বাচন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img