ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত শহীদ হয়েছেন ২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শহীদ হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। শহীদ এসব ফিলিস্তিনিদের মধ্যে কেবল গাজ্জা শহরেই আড়াই শতাধিক।
রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অভিযানে একদিনে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১৫০০ জন আহত হয়েছেন।
নিহত ফিলিস্তিনিদের মধ্যে গাজ্জা সিটিতে ২৬০ জন, মধ্য গাজ্জা উপত্যকার দেইর আল-বালাহতে ৮০ জন এবং গাজ্জার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ৪০ জন মারা গেছেন।
এছাড়া বেইত লাহিয়া শহরে অতিরিক্ত আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে প্রাণ হারিয়েছেন আরও ২০ জন ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা