বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের বাধা দিতে সরকার অঘোষিত হরতাল-কারফিউ জারি করেছে।
তিনি বলেন, বার বার আওয়ামী লীগই গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালু করেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ চুরি ও সন্ত্রাস থেকে বের হতে পারে না। সরকারের হুংকারে মানুষ ভয় পায় না। আন্দোলনের উত্তাল তরঙ্গের মধ্যদিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সমাবেশে যেন নেতাকর্মীরা না আসতে পারে সেজন্য সরকার অঘোষিত হরতাল-কারফিউ জারি করেছে। তবে, কোনো বাধা না মেনে নেতাকর্মীরা অংশ নিয়েছে।