শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আফগান স্বররাষ্ট্র মন্ত্রীর সাথে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা উপ-মহাসচিবের সাক্ষাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বররাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দীন হক্কানীর সাথে সাক্ষাত করলেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা উপ-মহাসচিব গিলস মিচউড।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আফগান স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে স্বররাষ্ট্র মুখপাত্র মুফতী আব্দুল মতিন ক্বা’নী বলেন, স্বররাষ্ট্র মন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হক্কানীর সাথে আজ জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা উপ-মহাসচিব গিলস মিচউড ও আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইন্দিকা রাওয়াত্তে সাক্ষাত করেছেন। মিচউড, জাতিসংঘের সাথে সম্পর্ক বজায় রাখায় ও সম্পর্ক জোরদারে ইমারাত সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। জাতিসংঘের আফগান প্রতিনিধিদের নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে যাওয়ায় ধন্যবাদ জানান। আফগানিস্তানে কিভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে এবিষয়ে আলোচনা করেন। ইমারাত সরকারের সহযোগিতা কামনা করেন।

অপরদিকে স্বররাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আফগানিস্তান জুড়ে পূর্ণ মাত্রায় নিরাপত্তা বজায় রাখতে সবকিছুই করছে আমাদের বাহিনী ও সরকার। জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার মানবিক সহায়তা কর্মী ও প্রতিনিধিগণ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে নির্ভয়ে এখানে তাদের কাজ চালিয়ে যেতে পারবে।

সূত্র: বাখতার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img