ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে দুর্বল করার জন্য শত্রুরা গোপনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজ উদ্দিন হাক্কানী। আর এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সকল মুজাহিদিনদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের কুনার প্রদেশের মুজাহিদিনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাক্কানী। এসময় তিনি এসব কথা বলেন।
মুজাহিদিনদের উদ্দেশ্যে হাক্কানী বলেন, শত্রুরা বুদ্ধি ভিত্তিক ও ধর্মীয়ভাবে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য মুজাহিদিনদের মধ্যে একতা বজায় রাখা প্রয়োজন।
বৈঠকে, মুজাহিদিন ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আফগানিস্তানের কোষাগার রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় না করারও পরামর্শ দিয়েছেন হাক্কানী।
উল্লেখ্য, একই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রধান শেখ মুহাম্মাদ খালিদ হানাফী। এসময় তিনি দেশের প্রতিটি কোণায় কোণায় শরিয়া আইন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন।
সূত্র: হুরিয়াত রেডিও