মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ভারতে প্রবেশে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে করোনাকালীন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার শর্ত অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

গত শুক্রবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাকালীন বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশি যাত্রীদের ভারতে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হতো। সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতীয় ভিসা অফিস খুলে দেওয়ায় ভারত ভ্রমণের উপর আরোপিত শর্ত প্রত্যাহার করা হয়েছে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যায়নপত্র প্রদানের শর্ত তুলে নেওয়ায় বেনাপোল দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে শর্তানুযায়ী ভারত ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সনদ অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে।

ভারত থেকে দেশে ফেরার সময় দূতাবাস থেকে ছাড়পত্র আনতে হবে। শর্তানুযায়ী ভারত ফেরত যাত্রীদের মধ্যে যাদের দুটি টিকা নেওয়া আছে, তাদের দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে যারা একটি টিকা গ্রহণ করেছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img