শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

গত ১ বছরে হাজারের উপরে সামরিক যান মেরামত করেছে আফগানিস্তান

গত এক বছরে ১ হাজার ২১৮ টি সামরিক যান ও ৩০৯ টি সমরাস্ত্র মেরামত করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। এসব যুদ্ধাস্ত্র মেরামতে নিয়োজিত ছিলেন ২১৭ ওমারি ক্রপস ব্যাটালিয়নের সদস্যরা।

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে এসব যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে ৯৩ টি হামভি যান, ১১৮ টি সামরিক ট্রাক, ২২ টি অ্যাসল্ট ট্যাংক, ৭ টি ক্রেন, পণ্য উত্তোলনে ব্যবহৃত ৯ টি ফর্ক ট্রাক, সেনাবাহিনীর কাজে ব্যবহৃত ১৩ টি কামজ ট্রাক ও ৯ টি মোবাইল ওয়ার্কশপ রয়েছে।

এছাড়াও ৩০৯ ধরনের ভিন্ন ভিন্ন ধরনের সমরাস্ত্র মেরামত করেছে ব্যাটেলিয়ানটি।

পূর্ববর্তী প্রশাসনের আমলে এসব সামরিক যানবাহন ও যুদ্ধাস্ত্র অকার্যকর ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে এসব সম্পদ মেরামত ও পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য ২১৭ ওমারি ক্রপস ব্যাটালিয়নের সদস্যদের ধন্যবাদ দেওয়া হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img