অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ বিরতির জন্য টানা তিন দিন ধরে আলোচনা চললেও কোন সফলতার মুখ দেখেনি। আর তাই ফলাফল না আসায় আলোচনা স্থগিত করতে বাধ্য হয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো।
মিশরের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় কোন চুক্তিতে না পৌঁছানোর জন্য ইসরাইল দায়ী। ফলে এটি স্থগিত করা হয়েছে। কারণ যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরাইলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে।
এছাড়াও ইসরাইলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ রয়েছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতির আলোচনা চলাকালেই গাজ্জায় দুটি বর্বরোচিত গণহত্যা চালিয়েছে দখলদার ইসরাইল। ফলে যুদ্ধ বিরতির আলোচনা আরো কঠিন হয়ে ওঠে।
সূত্র: দি গার্ডিয়ান