মঙ্গলবার, মে ৭, ২০২৪

ভারতে বুলডোজার দিয়ে মুসলিমদের ঘরবাড়ি ধ্বংস সম্পূর্ণ বেআইনী

গত কয়েকদিন যাবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যারা বিক্ষোভ করছেন, তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ হেফাজতে আন্দোলনকারী সন্দেহে একাধিক ব্যক্তির ওপর শারীরিক নির্যাতনের বিষয়টি উঠে আসে সামাজিক মাধ্যমে।

মঙ্গলবার (১৪ জুন) কোন নাগরিকের ওপর এ ধরনের আচরণ রাষ্ট্রের সংবিধান ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে চিঠি দিয়েছেন দিল্লী হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি এপি শাহসহ বেশ কয়েকজন সাবেক বিচারপতি ও আইনজীবী।

এদিকে, এদিকে, নূপূর শর্মার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। দেশটিতে প্রবাসীদের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি দেশটির পররাষ্ট্র দফতরের। তবে ঠিক কত জন প্রবাসীকে ফেরত পাঠানো হবে, আর তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত নয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img