শুক্রবার, মে ১০, ২০২৪

টেকনাফে এখনও ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গতিপথ পরিবর্তন করায় বাংলাদেশের সেন্টমার্টিন ও টেকনাফ ছাড়া অন্য এলাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে টেকনাফের ২০ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এছাড়া সেন্টমার্টিনের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাও এখনও চালু হয়নি।

টেকনাফে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পল্লী বিদ্যুৎ সমিতি কক্সবাজার-১। তারা গণমাধ্যমকে জানায়, ঝড়ে তাদের অধীন এলাকার মধ্যে টেকনাফের বিদ্যুৎ ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও খুঁটি ভেঙেছে, কোথাও তার ছিড়েছে, আবার কোথাও মিটার ভেঙেছে। এছাড়া ট্রান্সফরমার নষ্ট হয়েছে প্রচুর।

তবে সব মিলিয়ে ক্ষতি কত হয়েছে, তা এখনই বলতে পারছেন না তারা। ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে জানানো হবে বলে তারা জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img