৮১ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে জানিয়েছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃতরা একটি সবে সমুদ্র উপযোগী জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
শনিবার (১৪ মে) তিউনিসিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নৌকাটি তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে ছয় কিলোমিটার (৪ মাইল) দূরে ছিল।
এতে ৩৮ জন মিশরীয়, ৩২ জন বাংলাদেশি, ১০ জন সুদানী এবং একজন মরোক্কান রয়েছে। তিউনিসিয়ার সাথে লিবিয়ার সীমান্তের কাছে আবু কামাশের উপকূলীয় গ্রাম থেকে রওনা হওয়া উদ্ধারকৃতদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে ছিল।
তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, ইতোমধ্যে ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে উদ্ধারকৃতদের।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত মাসে, লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে যারা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
সংবাদ সংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, এসব অভিবাসীদের মধ্যে বেশিরভাগই মূলত বাংলাদেশের।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলেছে, ২০২১ সালে প্রায় ২,০০০ অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে গেছে বা নিখোঁজ হয়েছে, যা আগের বছরের সংখ্যা ছিল ১,৪০১।
সূত্র: এ.আর.আই