বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রাঙামাটি লংগদু কওমী ওলামা পরিষদের ঈদ পুনর্মিলনী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

পার্বত্য জেলা রাঙামাটি লংগদু উপজেলার কওমী ওলামা পরিষদের ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল)সোমবার রাঙামাটি লংগদু পাবলিক লাইব্রেরী হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা ইউনুস আল হাবিব।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু আর্মি জোনের উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারশাদ কবির পিএস সি।

সংগঠনের সেক্রেটারী মাওলানা জুবাইদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ( তদন্ত) আল আমিন,লংগদু কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে লংগদু উপজেলার ২০২৪ সালে “দাওরায়ে হাদিস” ( মাষ্টার্স সমমাননা) সমাপ্ত কারী ৮ জন (৬ জন ছাত্র+ ২ ছাত্রী) কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান পূর্বক সংবর্ধনা প্রদান করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img