করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের প্রথম দিনে বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা দেখা গেছে। তবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন রাস্তায় তুলনামূলক শিথিলভাব দেখা গেছে। পুলিশের চেকপোস্টগুলো প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা নমনীয়।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য দেখা যায়।
প্রথম দিন যেসব চেকপোস্টে পুলিশ প্রতিটি গাড়ি আটকে বাহিরে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছিল, দ্বিতীয় দিনে এর ব্যাতিক্রম দেখা যায়। যাত্রীদের জিজ্ঞাসাবাদের চিত্র খুব একটা দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ফলে সব রাস্তায় চলাচল করা যাচ্ছে না।
লকডাউনের প্রথমদিন পহেলা বৈশাখের ছুটি থাকায় সবকিছু বন্ধ ছিল । ফলে মানুষ ঘর থেকে বের হয়েছিল কম। কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংক, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা। ফলে সকাল থেকে রাস্তায় গাড়ির চলাচলও বেড়েছে কিছুটা।
সকাল সাতটা থেকে শহরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের দলে দলে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে।
গার্মেন্টস শ্রমিকরা যেহেতু তাদের কারখানার আশপাশের এলাকায় বসবাস করেন সেজন্য তাদের পরিবহনের প্রয়োজন হয়নি।