রবিবার, মে ১২, ২০২৪

শিশুদের বাধ্যতামূলক ফরাসি ভাষা শিখতে হবে মিশরে

মিশরে ব্যাপক শিক্ষাগত সংস্কারের অংশ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সরকারী বিদ্যালয়ে বাধ্যতামূলক বিষয় হিসাবে ফরাসি ভাষা শেখানো হবে।

মিশরের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাবলিক স্কুলে অধ্যায়নরত প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর ‘সুবিধা’র জন্য এ পদক্ষেপটি আগামী শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে।

এ বিষয়ে মিশরের শিক্ষামন্ত্রী রেদা হেগাজি বলেন, ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফরাসি দক্ষতা ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে মিশরের উন্নয়ন বৃদ্ধি করা সম্ভব হবে।

চলতি মাসের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারা দেশজুড়ে অন্তত ১০০টি মিশরীয়-জার্মান স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গত বছরের জুনে আলজেরিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষা শিক্ষা চালু করার পরিকল্পনা ঘোষণা করা হয়। দেশটির রাষ্ট্রপতি আব্দুল মাদজিদ তেবোউন ফরাসি ভাষাকে ‘যুদ্ধ লুণ্ঠন’ হিসাবে আখ্যা দেন।

উল্লেখ্য, গত বছর থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ম্যান্ডারিন চাইনিজ ভাষা শেখানোর জন্য প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img