আমেরিকার ইন্ধন ও অস্ত্র সহায়তায় বিচ্ছিন্নতার লক্ষ্যে সিরিয়ায় হামলা চালিয়ে যাওয়া পিকেকে/ওয়াইপিজি গোষ্ঠী থেকে ঐতিহাসিক ফুরাত নদীর গুরুত্বপূর্ণ শিরিন বাঁধ মুক্ত করলো তুরস্ক সমর্থিত আসাদ বিরোধী সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে আনাদোলুর খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, তুরস্ক কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত পিকেকে/ওয়াইপিজি থেকে গুরুত্বপূর্ণ শিরিন বাঁধ মুক্ত করেছে তুরস্ক সমর্থিত বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ)। এই বাঁধ থেকে উত্তর-পূর্ব সিরিয়ার প্রদেশগুলোতে যা এই গোষ্ঠীটির দখলে রয়েছে, বিপুল পরিমাণে পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। পুরো সিরিয়ার বিদ্যুৎ চাহিদার অর্ধেকই এই বাঁধ থেকে উৎপন্ন হয়ে থাকে।
উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি ২০১৫ সালে আমেরিকার সহায়তায় গুরুত্বপূর্ণ এই বাঁধটিও নিজেদের দখলে নিয়েছিলো তুরস্ক ও সিরিয়ায় কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে বিচ্ছিন্নতা আন্দোলন ও সহিংসতা চালিয়ে যাওয়া গোষ্ঠীটি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ঐতিহাসিক ইউফ্রেটিস বা ফুরাত নদীর শিরিন, তবাকাহ ও বা’স ড্যাম বা বাঁধ থেকে সিরিয়ার ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। তন্মধ্যে প্রায় ৫০ শতাংশই উৎপন্ন হয় শিরিন বাঁধ থেকে। এটি মানবিজ জেলার দক্ষিণে ও ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত।
২০১৫ এর ডিসেম্বরে আমেরিকার সহায়তায় অতি গুরুত্বপূর্ণ বাঁধটি দখলে নেয় তুরস্ক কর্তৃক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠী পিকেকে/ওয়াইপিজি। যার বিনিময়ে তারা আমেরিকাকে এই এলাকায় সামরিক ঘাঁটি করার সুযোগ করে দেয়। ২০১৬ এর জানুয়ারিতে আমেরিকা এতে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে।অস্ত্রশস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে গোষ্ঠীটিটিকে তাদের বিচ্ছিন্নতা আন্দোলন, সহিংসতা ও দখলদারিত্ব চালিয়ে যেতে সমর্থন জোগাতে থাকে।
সম্প্রতি আসাদ সরকারের পতন ঘটায় গোষ্ঠীটি সিরিয়ার আপদকালীন সময়ের সুযোগ নিতে তৎপর হয়ে উঠেছে। দেশকে পুনরায় অস্থিতিশীল করে তুলতে চায়ছে।
তুরস্কের বক্তব্য অনুযায়ী, কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে পিকেকে/ওয়াইপিজি গোষ্ঠীটি এখন পর্যন্ত নারী-শিশু ও বৃদ্ধ সহ ৪০ হাজারের অধিক তুর্কি ও সিরিয়ান নাগরিক হত্যা করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস ও সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা ও ইউরোপ তাদের রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে সমর্থন করে যাচ্ছে। তাই তুরস্কের সরকার এই গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃশংসতার দায় আমেরিকা ও ইউরোপকেও নিতে হবে বলে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
এছাড়া সিরিয়া ও তুরস্কের বিচ্ছিন্নতা ঠেকাতে দেশটির সিরিয়ান ন্যাশনাল আর্মির ন্যায় স্থানীয় বাহিনীর সাথে একত্রে কাজ করে আসছে তুরস্কের সরকার ও সেনারা। আসাদ সরকারের পতনে যা আরো জোরদার করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর গোষ্ঠীটির সামরিক সরঞ্জাম ও স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তুরস্ক। এতে বিপুল পরিমাণে মিসাইল, ভারী অস্ত্র বহনকারি ১২টি ট্রাক, ২ টি সাঁজোয়া যান ও দ্রুত স্থানান্তরিত করা যায় এমন গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়।